Views Bangladesh

Views Bangladesh Logo

লা লিগা

এমবাপ্পে-বেলিংহামের গোলে রিয়ালের জয়

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। রোববার (১ ডিসেম্বর) রাতে গেটাফের বিপক্ষেও একাধিক সুযোগ মিস করেছেন তিনি। তবে লা লিগার ম্যাচে স্বস্তির গোলও পেয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদও জিতেছে ২-০ গোলে।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা পেনাল্টি পেলেও তা এমবাপ্পেকে নিতে দেয়া হয়নি। শট নেন মিডফিল্ডার জুড বেলিংহাম। গোল করতে ভুল করেননি এই ইংলিশ তারকা।

পরেই ব্যবধান ২-০ করেন পিএসজি থেকে চলতি মৌসুমের শুরুতে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখা এমবাপ্পে। ৩৮ মিনিটে করা তার গোলের কারিগর বেলিংহাম।

রিয়াল শেষ পর্যন্ত ওই দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে ব্যবধান ৪-০ হতে পারত। হ্যাটট্রিক করতে পারতেন এমবাপ্পে। কিন্তু গোলরক্ষককে কাটিয়ে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করেও জালে বল পাঠাতে পারেননি তিনি। মিস করেছেন অন্য আরও সুযোগ।

এই জয়ে শক্তভাবে শিরোপার লড়াইয়ে ফিরেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে তারা। ১৪ ম্যাচে টেবিলে রিয়ালের সংগ্রহ ৩৪ পয়েন্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ