Views Bangladesh Logo

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘিরে দেশের বিভিন্ন থানা-ফাঁড়িতে হামলা ও লুট হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সব মিলিয়ে লুট করা হয় ৫ হাজার ৭৫০ অস্ত্র। গোলাবারুদ লুট হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড। যদিও এই বিপুল অস্ত্রের ৪ হাজার ৩৩১টি অস্ত্র জব্দ করা হয়েছে যৌথ অভিযানে। এখনো বেহাত ৭ দশমিক ৬২ বোরের ১২৯টি রাইফেল, ৩০টি এসএমজি, চারটি এলএমজিসহ বিভিন্ন ধরনের ১ হাজার ৪১৯ আগ্নেয়াস্ত্র।

এ ছাড়া ৫ আগস্ট গণভবন থেকে নিরাপত্তা সংস্থা এসএসএফের বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র খোয়া যায়। তাছাড়া বেহাত হওয়া অস্ত্রের একটি অংশ এখন কিশোর গ্যাং সদস্যদের হাতে। বলার অপেক্ষা রাখে না, এমন খবর অত্যন্ত উদ্বেগ ও শঙ্কার। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন থেকে ৮ আগস্ট পর্যন্ত থানা, ফাঁড়িসহ পুলিশের স্থাপনায় হামলা, কারাগারের অভ্যন্তরে বন্দিদের বিদ্রোহ, পালিয়ে যাওয়া ও সহিংসতার ঘটনা ঘটে। এ সময় ঢাকাসহ সারা দেশে পুলিশের ৪৬০টি থানায় হামলার ঘটনা ঘটেছে।

আবার জেল পালানো দাগি অন্তত ৭০০ আসামি এখনো ‘নিখোঁজ’। এতসংখ্যক অস্ত্র-গুলির হদিস না পাওয়া আর আসামি ধরতে না পারায় জনমনে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। এর মধ্যেই চিহ্নিত অপরাধীরা লুট করা অস্ত্র ব্যবহার করে একের পর এক অপকর্ম করেই যাচ্ছে। নানা জায়গায় ছিনতাই বাড়ছে। অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে যৌথ অভিযান, এ অভিযান এখনো চলছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, বেহাত অস্ত্র দ্রুত জব্দ করাই অভিযানের মূল লক্ষ্য।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বেহাত অস্ত্র নানা রাজনৈতিক সংঘাত, সহিংসতা ও অপরাধমূলক কাজে ব্যবহার হওয়ার শঙ্কা রয়েছে। কোনো কোনো অপরাধীর হাতে এসব অস্ত্র থাকার তথ্য মিলছে। আর লুণ্ঠিত অস্ত্রের পাশাপাশি জেল পলাতক আসামিরাও নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। গবেষণা বলছে, অবৈধ অস্ত্র মানুষের হাতে থাকা মানেই কোনো না কোনোভাবে তাকে হত্যাকাণ্ডে প্ররোচিত করা।

আর এসব অস্ত্র যতদিন অপরাধীদের হাতে থাকবে ততদিনই দেশের মানুষের জন্য বিপদ। তাই আমরা বলতে চাই, লুণ্ঠিত অস্ত্র যতক্ষণ না পর্যন্ত উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতির জন্য বড় রকমের হুমকির। তাই বেহাত অস্ত্র যাতে চিহ্নিত অপরাধীসহ অন্য কেউ ব্যবহার করতে না পারে, সে জন্য অতিদ্রুত বিশেষ অভিযানের মাধ্যমে লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ