সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন চলবে নির্বাচনের মতো : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, সংস্কার স্বাধীনভাবে অব্যাহত থাকবে এবং নির্বাচন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা অনুসারেই হবে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের তাতিপাড়ায় তার বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, জনসমর্থনে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠনসহ রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিএনপি প্রস্তাবগুলো পর্যালোচনা করে কমিশনকে প্রতিক্রিয়া জানিয়েছে।
তিনি পুনর্ব্যক্ত করেন, প্রধান উপদেষ্টার ইঙ্গিত অনুসারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে।
বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনার পরিকল্পনা রয়েছে সরকারের মন্তব্য করে মির্জা ফখরুলের আশা, এই আলোচনার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও অব্যাহত থাকবে।
তিনি উল্লেখ করেন, ছয়টি সংস্কার কমিশনের প্রতিটির কাছে মতামত জমা দিয়েছে বিএনপি। পরবর্তী পদক্ষেপে আলোচনা এবং ঐকমত্য তৈরি অন্তর্ভুক্ত। এর মাধ্যমে 'সংস্কার সনদ' তৈরি করা হবে, যাতে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। আসন্ন নির্বাচনে নির্বাচিতরা এই সংস্কার বাস্তবায়নে দায়ী থাকবেন।
ফখরুল জোর দিয়ে বলেন, বিএনপি ধারাবাহিকভাবে রাজনৈতিক সংস্কারের বিষয়ে কাজ করে আসছে। দলের ৩১-দফা এজেন্ডা এবং ওয়ার্ডভিত্তিক ইফতার সমাবেশের মতো তৃণমূল কর্মসূচিতেও এ উদ্যোগ চলমান।
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরকে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে বর্ণনা করেন মির্জা ফখরুল।
তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের অধীনে চীন একতরফা সম্পর্ক বজায় রেখেছিল। তবে, প্রশাসনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার অবস্থান পুনর্মূল্যায়ন করেছে এবং এখন সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছে।
তিনি বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগের চীনের প্রতিশ্রুতি সম্পর্কেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম সম্পাদক পয়গাম আলী এবং প্রচার সম্পাদক মামুনুর রশিদসহ বিএনপি নেতাকর্মীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে