Views Bangladesh

Views Bangladesh Logo

ঘূর্ণিঝড় রিমাল: ১০ জনের প্রাণহানি, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৭ মে ২০২৪

বাংলাদেশের উপকূলীয় এলাকায় রোববার রাতে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান।

তিনি আরও জানান, এ ছাড়াও ঘূর্ণিঝড়ের আঘাতে ১ লাখ ৫০ হাজার ৪৫৭টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ১০৭টি ইউনিয়ন ও ৯১৪টি পৌরসভায় ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২৭ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে ভোলা ও বরিশাল জেলায় তিনজন করে এবং সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলায় একজন করে মারা গেছেন।

মুহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর।

তিনি বলেন, দেশের উপকূলীয় জেলাগুলোতে ৯ হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ৮ লাখের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি ৫২ হাজার ১৪৬টি গৃহপালিত পশু রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে চিকিৎসা দিতে ১ হাজার ৪৭১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এর মধ্যে ১ হাজার ৪০০টি টিম সক্রিয় রয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬ কোটি ৮৫ লাখ টাকা। ১৫ জেলায় ৩ কোটি ৮৫ লাখ টাকা, ৫ হাজার ৫০০ টন চাল, ৫ হাজার ৫০০ টন শুকনো খাবার, শিশু খাদ্য বাবদ দেড় কোটি টাকা এবং গো-খাদ্যের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এ সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা শুনেছি এবং এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কর্মসূচি চূড়ান্ত হলে আমরা আপনাদের জানাবো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ