Views Bangladesh Logo

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিদ্যুতের ক্ষতি শত কোটি

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের খুঁটিগুলোর মধ্যে ৩০টিতে রিমল আঘাত হেনেছে। একই সাথে ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে ২ হাজার ৩৯২টি, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ১ হাজার ৯৮২টি, ৬২ হাজার ৪৫৪ স্প্যানের তার ছিড়ে গেছে, ইন্সুলেটর ভেঙে পড়েছে ২১ হাজার ৮৪৮টি, মিটার নষ্ট হয়েছে ৪৬ হাজার ৩১৮টি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭৯ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে আরইবি মনে করছে এই ক্ষতি ১০০ কোটি ছাড়িয়ে যাবে। এখনো অনেক এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র প্রাথমিক ক্ষয়ক্ষতির যে তথ্য দিয়েছে তাতে দেখা যায়, ২০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এ ছাড়াও ১৩৫টি বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। প্রায় ২৫ কিলোমিটার এলাকার বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। এ ছাড়াও ১১ কেভির বৈদ্যুতিক খুঁটির ফিটিংস নষ্ট হয়েছে ১৪২ সেট, ট্রান্সফরমার নষ্ট হয়েছে ১২টি, ১১ কেভি ইন্সুলেটর নষ্ট হয়েছে ১৩৪টি। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি ৭৬ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

সকালে আরইবির পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের প্রায় ২ কোটি ৩৫ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ঝড়ের পর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ দেয়ার পরেও এক কোটি ২৬ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়াও ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাড়ে চার লাখ গ্রাহককে এখনও বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ