Views Bangladesh Logo

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব: বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ২ কোটি ৩৫ লাখ গ্রাহক

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার প্রায় ২ কোটি ৩৫ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর কোনও কোনও এলাকার বিদ্যুৎকর্মীরা লাইন ঠিক করতে মাঠে নেমেছে। তবে কখন নাগাদ পুরো পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা কঠিন বলে জানিয়েছেন আরইবি’র একজন কর্মকর্তা।

গতকাল রোববার (২৬ মে) রাতে রিমলের অগ্রভাগ উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের সকল এলাকা বিদ্যুৎসরবরাহের বাইরে রাখা হয়েছে। ঝড় পুরোপুরি থেমে গেলে আরইবি’র বিদ্যুৎকর্মীরা লাইনগুলো পরীক্ষার পরই আবার সেগুলো চালু করবে।

আরইবি’র সদস্য দেবাশীষ চক্রবর্তী ভিউজ বাংলাদেশকে জানান, উপকূলীয় সকল এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ সরবরাহের বাইরে রয়েছেন অন্তত ২ কোটি ৩৫ লাখ গ্রাহক।

তিনি জানান, আরইবি’র কর্মীরা মাঠে নেমেছে। বড় কোন ক্ষয়ক্ষতি না হলে লাইনগুলো আবার চালু করা হবে। মানুষের জানমালের নিরাপত্তার জন্যই বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে।

স্বাভাবিক সময়ে দিনের বেলা দেশে বিদ্যুতের চাহিদা ১২ হাজার মেগাওয়াট হলেও আজ সোমবার দুপুর ১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ৫ হাজার ৩৯৯ মেগাওয়াট। অর্থাৎ অন্যদিনের চেয়ে চাহিদা অর্ধেকের নিচে নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ