Views Bangladesh Logo

প্রখ্যাত গিটারিস্ট ইমনাইনলা জামিরের ব্লুম ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট ঢাকায়

ভারতের নাগাল্যান্ডের প্রখ্যাত গিটারিস্ট ইমনাইনলা জামির মাস্টারপিস সিওও লিডার্স প্রোগ্রামের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে তার ব্লুম ওয়ার্ল্ড সফর চালিয়ে যাচ্ছেন। তার বর্তমান গন্তব্য বাংলাদেশে তিনি ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত থাকবেন।

জামির তার সহশিল্পী সেইয়েভিনুও চুঝোকে সঙ্গে নিয়ে ঢাকার মিরপুরে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করবেন। ট্রাভেলেটস অব বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এই গুরুত্ববাহী আয়োজনটি করতে চলেছে।

কনসার্টের অন্যতম আকর্ষণ হবে বাংলাদেশের আইকনিক রক গিটারিস্ট ও গায়ক প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি জামিরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এই বিশেষ পরিবেশনায় আইয়ুব বাচ্চুর উত্তরাধিকারকে সম্মান জানাতে তিনি বাংলাদেশি ব্যান্ড 'অংকো'র সাথে যুক্ত হবেন।

ঢাকার পাশাপাশি ইমনাইনলা জামির সিলেট সফরেরও পরিকল্পনা করেছেন। সেখানে তিনি মাস্টারপিস বাংলাদেশ ক্লাবের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এই সফরের লক্ষ্য, মাস্টারপিস বাংলাদেশের কার্যক্রমের সাথে সংযোগ স্থাপন এবং সহযোগিতামূলক প্রচেষ্টাকে জোরদার করা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ