Views Bangladesh Logo

আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন মেরামত কাজ সম্পন্ন, বাড়বে গ্যাস সরবরাহ: মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

নোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইনের মেরামত কাজ শেষ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। ফলে চলমান গ্যাস সংকট লাঘব হতে পারে বলে আশা করছে সংস্থাটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইনের কাজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ‘আজ (শুক্রবার) বিকেল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। ৭০ পিএসআইতে বর্তমান সরবরাহের চাপের সাথে মিলিয়ে ধীরে ধীরে সঞ্চালন এবং চাপ বাড়ানো হচ্ছে।’

গত ৯ জুলাই বিকেল ৫টায় কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী স্থানে দুর্ঘটনায় ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।

খবরে জানা যায়, এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব পাইপলাইনের ম্যাপিং করার নির্দেশ দেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এ সময় অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এদিকে জানা গেছে, তীব্র গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন লোডশেডিং হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির দেয়া তথ্যমতে, দেশে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ঘাটতি ছিল। আর এই পরিস্থিতির জন্য বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন পাওয়ার ইউটিলিটির কর্মকর্তারা।

পেট্রোবাংলার সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, আমদানিকৃত এলএনজি সরবরাহে ঘাটতির কারণে দেশে গ্যাস সরবরাহ কমেছে ২২৫৩ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)।

বিপিডিবির কর্মকর্তারা জানায়, পেট্রোবাংলার এলএনজি সরবরাহ ক্ষমতা ১১০০ এমএমসিএফডি থেকে ২৪৩ এমএমসিএফডি-এ নেমে এসেছে। যা বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক পতন ঘটায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ