ভল্টে ঋণের অর্থ ফেরানো কঠিন হচ্ছে ১৬ ব্যাংকের জন্য
গ্রাহকদের আমানতের বিপরীতে অতিরিক্ত ঋণ বিতরণ করে ১৬টি ব্যাংক নিজেদেরই কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত প্রচলিত ধারার ৯টি ব্যাংক অতিরিক্ত ঋণ প্রদানের কারণে মোট ৬২ হাজার ৬৪০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ইসলামী ধারার ব্যাংকগুলো আরও ৫৩ হাজার ৭৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের অব্যাহত বিতরণ এবং ঋণ নেয়া অর্থ ফেরত না পাওয়ার কারণে ব্যাংকগুলোর তারল্য সংকট দেখা দিয়েছে, যা ছোট আমানতকারীদের সঞ্চয়ের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো তাদের আমানতের প্রতি ১০০ টাকার বিপরীতে ৮৭ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে, আর ইসলামী ব্যাংকগুলো ৯২ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। কিন্তু, ডিসেম্বর পর্যন্ত ঋণ ও আমানতের অনুপাত এসব ব্যাংক ছাড়িয়ে গেছে।
এতে ন্যাশনাল ব্যাংক ১১৩.৫৬%, এক্সিম ১১০.৬৮%, এবি ব্যাংক ৯৮.৫৪%, জনতা ব্যাংক ৯৪.৬৬%, বেসিক ব্যাংক ৯২.৬২%, স্ট্যান্ডার্ড ব্যাংক ৯৫.১৪%, ইউসিবি ৯১.৩৯%, আইএফআইসি ৯১.৩৪%, বাংলাদেশ কমার্স ব্যাংক ১৪০.০৫%, ইউনিয়ন ব্যাংক ১১৫.৬৩%, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১২৮.৫%, ইসলামী ধারার এবি ব্যাংক ১১২.৩১%, গ্লোবাল ইসলামী ব্যাংক ১০৬.৭১%, এবং ইসলামী ব্যাংকের ঋণের অনুপাত ৯৩% এরও বেশি।
এটি পরিষ্কার যে, এই ব্যাংকগুলো তাদের আমানতের তুলনায় অতিরিক্ত ঋণ বিতরণ করেছে, যার ফলে এখন ওই অর্থ ভোল্টে ফিরিয়ে আনতে ব্যাংকগুলোর জন্য সমস্যা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকগুলো যখন এডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) সীমা অতিক্রম করে ঋণ বিতরণ করেছে, তখন তারা তারল্য সংকটে পড়েছে। ফলে, আমানতকারীদের স্বাভাবিক লেনদেনেও সমস্যা সৃষ্টি হচ্ছে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে ব্যাংকগুলোর জন্য ঝুঁকি আরও বাড়বে।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের উচিত আরও কঠোর ব্যবস্থা নেয়া। সাবেক বিআইবিএম মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলো নিয়ম না মানার কারণে তাদের জরিমানা করা উচিত। তিনি আরও বলেন, নিয়ম মেনে ঋণ প্রদান করলে ব্যাংকগুলোর অবস্থান দুর্বল হতো না।
বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি রোধ করতে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে আমানতকারীদের স্বার্থ রক্ষা হয় এবং ব্যাংক খাত সুস্থভাবে চলতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে