Views Bangladesh Logo

ফেব্রুয়ারিতে হতে পারে সংরক্ষিত নারী আসনের নির্বাচন: ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী সপ্তাহে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা যারা ভোটার হবেন, তাদের তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশিত হয়, সেভাবে খসড়া তালিকা প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, এটাই ভোটার তালিকা হবে। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। তারপর নির্বাচনের প্রয়োজন হলে হবে আর না হলে হবে না।’

৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য। এক্ষেত্রে কীভাবে সংরক্ষিত আসনের বণ্টন হবে তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে। কীভাবে হবে এ ব্যাপারে কমিশনের তেমন কোনো বক্তব্য নেই। আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি দেব, দলগুলো কোটা অনুযায়ী কতটি পাবে, সে ব্যাপারে বলে দেওয়া হবে।’

জোট করা ছাড়া স্বতন্ত্রদের আসন বণ্টনের বিষয়ে জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা কঠিন হবে। সেটা তো তারা সিদ্ধান্ত জানাবে, তারপরে করা হবে। এটি পলিটিক্যাল বিষয়, এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই।’

এ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন স্বতন্ত্রদের ভাগের ১০টি সংরক্ষিত নারী আসন বাদ দিয়ে বাকি ৪০টির জন্য তফসিল ঘোষণা করা হবে কি? জবাবে ইসির এই অতিরিক্ত সচিব বলেন, ‘সেটি পরে দেখা যাবে। তারা যদি কিছু না জানায়, তখন সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তারা না জানালে কী হবে, জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না। কমিশন সিদ্ধান্ত নেবে কীভাবে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ