Views Bangladesh Logo

আরজি কর মামলা: সঞ্জয় রায়ের যাবজ্জীবনে মমতার অসন্তোষ

 VB  Desk

ভিবি ডেস্ক

লকাতার একটি আদালত সোমবার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩১ বছর বয়সী এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার দায়ে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের পর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শাস্তির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আদালত সঞ্জয় রায়কে ৫০ হাজার রুপি জরিমানা করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে ভুক্তভোগীর পরিবারের জন্য ১৭ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।

রায়ের প্রতিক্রিয়ায় মুর্শিদাবাদে এক ভাষণে মমতা বলেন, ‘আমরা সবাই মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলাম, কিন্তু আদালত যাবজ্জীবন দিয়েছে। আমাদের কাছ থেকে এই মামলা জোর করে কেড়ে নেয়া হয়েছিল। কলকাতা পুলিশ যদি এটি পরিচালনা করত, তাহলে আমরা মৃত্যুদণ্ড নিশ্চিত করতাম।’

গত বছর ৯ আগস্ট, আরজি কর হাসপাতালে এক ৩১ বছর বয়সী জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। ভুক্তভোগীর মরদেহ হাসপাতালের সেমিনার কক্ষে পাওয়া যায়।

এই ঘটনায় ভারত জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এবং পশ্চিমবঙ্গে জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেন। তারা সরকারী হাসপাতালগুলিতে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার দাবি তোলেন।

ধর্ষণ ও হত্যা মামলার বিচার গত বছরের আগস্টের তিন মাস পর, ১১ নভেম্বর কলকাতার একটি আদালতে শুরু হয়।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের দায়িত্ব নেয়ার পর তারা সঞ্জয় রায়ের জন্য ‘সর্বোচ্চ শাস্তি’ দাবি করে। ৯ জানুয়ারি মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ