Views Bangladesh Logo

মেট গালায় তৃতীয় সন্তানের সুখবর দিলেন রিহানা!

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। নিউইয়র্কে অনুষ্ঠিত এবারের মেট গালা যেন পরিণত হয়েছিল পপ তারকা রিহানার ব্যক্তিগত আনন্দঘন মুহূর্তের এক রাজকীয় উৎসবে। দীর্ঘদিন পর রেড কার্পেটে ফিরেই রিহানা প্রকাশ করলেন নিজের তৃতীয় সন্তানের আগমনের বার্তা—একেবারে বিশ্বমঞ্চে!

দ্য স্টেটমেন্টের খবরে বলা হয়েছে, রিহানার সঙ্গে উপস্থিত ছিলেন দীর্ঘদিনের সঙ্গী ও প্রখ্যাত র‌্যাপার এএসএপি রকি। একসঙ্গে হাজির হয়ে এই জুটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। রিহানার মুখের দীপ্তি আর স্পষ্ট বেবি বাম্প যেন ক্যামেরার ফ্ল্যাশের নিচে উজ্জ্বল হয়ে উঠেছিল।

রিহানা পরেছিলেন স্মোকি ধূসর করসেট, দীর্ঘ কালো স্কার্ট ও ছোট ব্লেজার জাতীয় জ্যাকেট—যা তাকে দিয়েছে এক দৃঢ়, পরিশীলিত ও আধুনিক ফ্যাশন স্টেটমেন্ট। তার কালো হ্যাট ছিল যেন নিজের রাজত্ব ঘোষণা করা এক ফ্যাশন সম্রাজ্ঞীর প্রতীক।

রকিও ছিলেন নজরকাড়া। ৩৬ বছর বয়সী এই র‌্যাপার তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড এডাব্লিউজিই-র তৈরি অল-ব্ল্যাক পোশাকে হাজির হন।

এ বছরের মেট গালার থিম ছিল: ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ —যেখানে তুলে ধরা হয় কৃষ্ণাঙ্গদের সূক্ষ্ম দর্জি-শিল্প ও ফ্যাশনের বিবর্তন। রিহানা ও রকি এই থিমকে যেন জীবন্ত করে তোলেন তাদের উপস্থিতির মাধ্যমে।

রিহানা বরাবরই মেট গালার সবচেয়ে আলোচিত মুখ। ২০১৫ সালের রাজকীয় হলুদ গুও পেই গাউন কিংবা ২০১৮ সালের ‘পোপ’ অনুপ্রাণিত শিল্পধর্মী পোশাক—প্রতিবারই তিনি প্রমাণ করেছেন, রেড কার্পেট তার জন্য এক খেলার মাঠ।

২০২১ সালে রিহানা ও রকির ‘কোজি কৌতুর’ লুকের পর থেকেই এই জুটিকে ফ্যাশন জগতের রাজা-রানী হিসেবেই দেখা হয়। আর এবার, মেট গালার রঙিন আলোর ভেতরে রিহানার মাতৃত্বের গৌরবময় ঘোষণা যেন ছুঁয়ে গেল হৃদয়ের গভীরে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ