Views Bangladesh Logo

পাকিস্তান থেকে ফিরছেন রিশাদ ও নাহিদ

ভারত ও পাকিস্তান সংঘাতের কারণে পিএসএলে খেলা দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে গত বুধবার (৭ মে) ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, এই দুই ক্রিকেটারের নিরাপত্তার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা। তবে এবার পাকিস্তানে ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

জানা গেছে, নাহিদ ও রিশাদ পাকিস্তান থেকে দেশে ফিরতে চান।

অন্যদিকে, বিসিবি সূত্রে জানা যায়, পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের এই দুই ক্রিকেটার ফিরিয়ে আনছে ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (৮ মে) বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবি পিসিবি ও পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যাতে পাকিস্তানে অবস্থানকালে ক্রিকেটাররা নিজেদের নিরাপদ এবং সুরক্ষিত অনুভব করেন তা নিশ্চিত করা যায়। পাশাপাশি খেলোয়াড়দের পাকিস্তান ত্যাগের সময় যেন সব ব্যবস্থা সময়মতো এবং নিরাপদভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

এর আগে এক ফেসবুক পোস্টে রিশাদ জানান, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’

রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও একটি ছবি দিয়েছেন রিশাদ, যার ক্যাপশন—‘ভ্রাতৃত্ব’।

ভারতের হামলায় রাওয়ালপিন্ডিতে আতঙ্ক ছড়িয়েছে। যেকারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিএসএলের ম্যাচ স্থগিত করা হয়েছে। ভয়ে আছেন পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।

জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছে পিএসএল কর্তৃপক্ষ। পিএসএলের ম্যাচ লাহোর থেকে করাচিতে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হলেও আশ্বস্ত হতে পারছেন না বিদেশি খেলোয়াড়রা। তারা চান, পিএসএলের বাকি খেলা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হোক। তা না হলে স্ব স্ব দেশে ফিরে যাবেন ক্রিকেটাররা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ