ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চান রিজভী
ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করা ব্যক্তিদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আন্তর্বর্তীকালীন সরকার এখনো কেন বিচারপতি এবিএম খায়রুল হক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও কে এম নূরুল হুদার মতো ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, যারা শেখ হাসিনাকে সহায়তা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন?’
শুক্রবার (২৫ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। অনুষ্ঠানে জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
রিজভী অভিযোগ করেন, বিচারপতি খায়রুল হক গণতন্ত্রের ধারাবাহিকতা রুখে দিয়ে শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারের উত্থানের পথ প্রশস্ত করেছেন এবং নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন কায়েমে সহায়তা করেছেন। তিনি বলেন, ‘দেশি-বিদেশি চক্রান্তকারীদের সঙ্গে মিলে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছেন, যার মাধ্যমে শেখ হাসিনা বিনা নির্বাচনে ক্ষমতায় টিকে থাকার সুযোগ পান।’
রিজভীর দাবি, ‘আবু সাঈদ, মীর মুগ্ধ, জাহিদের মতো বহু তরুণ-তরুণীর রক্তের দায় খায়রুল হকের। কারণ, তিনিই ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি করেছিলেন।’
তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের প্রশংসা করেন, যেখানে তিনি বলেছেন যে, জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনার জন্য অপেক্ষা না করে সংবিধান অনুযায়ী নির্বাচন প্রস্তুতি শুরু করবে কমিশন।
রিজভী বলেন, ‘সংস্কার একটি বিতর্কিত বিষয়। তাই নির্বাচনের জন্য তা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। সিইসির বক্তব্যে আমরা আশাবাদী। তার বক্তব্য আমাদের নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে