Views Bangladesh

Views Bangladesh Logo

সুশীল রাষ্ট্র গঠনে সুশীল সমাজের সহযোগিতার আহ্বান রিজওয়ানার

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

রিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 'সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই শুধু অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয়, আমাদের সবার জন্য'।

এটি অর্জনে সুশীল সমাজের সহায়তা কামনা করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে আত্মসংস্কারও প্রয়োজন। সরকারি উদ্যোগের যেকোনো ত্রুটি তুলে ধরতে হবে'।

'ন্যায়সঙ্গত রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার এবং বিভিন্ন কমিশন আলোচনা করছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। যখন বিক্ষোভ দেখা দেয়, তখন বিক্ষোভকারীদের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। সরকারকে অবশ্যই কাজের মান বজায় রাখতে হবে। যেন বোঝা যায়, প্রচলিত সরকারের চেয়ে ভিন্নভাবে পরিচালনা করা হচ্ছে'- বলেন রিজওয়ানা।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে সিএসও অ্যালায়েন্স আয়োজিত ‘সিভিল সোসাইটি: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার’ শীর্ষক জাতীয় আলোচনায় পরিবেশ আরও বলেন, সুশীল সমাজ এবং এনজিওগুলে রাষ্ট্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

সরকার ও সুশীল সমাজের মধ্যে বন্ধন জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, জিএনসিসি নিয়ে আলোচনা এবং অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, 'বিভিন্ন অগ্রাধিকার নিয়ে উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে বিষয়টি উত্থাপিত হবে। এনজিওগুলোরও আত্ম-প্রতিফলন প্রয়োজন এবং এনজিও ব্যুরোকে অবশ্যই স্বচ্ছতা বজায় রাখতে হবে। আমাদের অবশ্যই আমাদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে হবে এবং সম্মিলিতভাবে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে।'

সুশীল সমাজ এবং এনজিওদের প্রতি কাজকে অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে ছিলেন সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ