Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, আহত ১০

 VB  Desk

ভিবি ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে অন্তত ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, বিসিক শিল্পনগরীতে অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করেন। এসময় শিল্প পুলিশ তাদের শান্ত করতে গেলে, তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারী শ্রমিকরা। পরে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সংঘর্ষে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হন।

রোববার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আধাঘণ্টা সময় ধরে এ সংঘর্ষ চলে।

শ্রমিকরা জানান, তাদের ওই গার্মেন্টসে ৩ মাসের বেতন-ঈদ বোনাস পাওনা আছে। একাধিকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়।


পরবর্তীতে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পঞ্চবটী-মুক্তারপুর সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এ সময়ে তারা রাস্তায় বিদ্যুৎতের খুঁটি ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। ঘটনাস্থলে শিল্প পুলিশের জলকামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাঙচুর করে। শিল্প পুলিশ রাবার বুলেট ছুঁড়লে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।


তবে শেষ পর্যন্ত বেতন-ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হন শ্রমিকরা।

আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিক চাঁদনী খাতুন (২৪) ও মো. রাজ্জাককে (৩৩) পৌনে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন নারী ও পুরুষকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানান হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ