Views Bangladesh Logo

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন– দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘী গ্রামের মোজাহার (৬০) ও সাফিকুল ইসলাম (৪৫), আদমদীঘি উপজেলার বড় আকিড়া এলাকার শহিদুল ইসলাম (৬০), দুপচাঁচিয়ার মাঝিপাড়া গ্রামের মেজবাহ (৩২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।

শুক্রবার রাত ৯টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, শাখা সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম। দুপচাঁচিয়া থানা পুলিশের এসআই তারেক জানান, ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন।


তাদের মধ্যে গুরুতর আহত দু'জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠালে তাদের মৃত্যু হয়। আহত অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ