Views Bangladesh

Views Bangladesh Logo

বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ট্রলির (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে বরিশালের উজিরপুরে দুর্ঘটনাটি ঘটে। এদিকে, এ দুর্ঘটনায় ঘাতক বাসের চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।
 
নিহতরা হলেন- সোহরাব (৩৮) ও রুবেল (৪০)। তারা দুজনই উজিরপুর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী এবং বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সাকুরা পরিবহন উজিরপুর উপজেলার আটিপাড়ায় পৌঁছলে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।

ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের ওপর আছড়ে পড়লে বাসে থাকা চালকের সহযোগীসহ ৮ থেকে ১০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে চালকের সহযোগীকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানা পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) ফিরোজ আলম জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ বরিশালে পাঠানো হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ