তীব্র গরমেও শাহবাগ অবরোধ, ভোগান্তিতে নগরবাসী
প্রচণ্ড রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই রাজধানী ঢাকার শাহবাগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধসহ তিনদফা দাবিতে আন্দোলন চলছে। শ্লোগানে মুখরিত শাহবাগ মোড় ও আশেপাশের এলাকা ।
শনিবার (১০ মে) সকাল থেকে ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা শ্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। দুপুরের গণজমায়েতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা৷ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও।
তবে রাস্তা অবরোধে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কাঁটাবন থেকে শাহবাগ মোড় পর্যন্ত তীব্র যানজটে হাসফাঁস করতে দেখা যায় বাসের যাত্রীদের।
একজন যাত্রী ভিউজ বাংলাদেশকে বলেন, ‘যদি এভাবে রাস্তা অবরোধ করে রাখে, আমরা কাজ করব কিভাবে? নাকি যারা আন্দোলন করছে, তারা আমাদের বাসায় এসে দুবেলা খাবার দিয়ে যাবে’।
হলিক্রস কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, ‘আমার কোচিং থাকায় আমি শাহবাগের রাস্তা ব্যবহার করি। এটি বন্ধ হলে অনেকটা ঘুরে যেতে হয়। এতে করে আমার কষ্ট হয়’।
হাসপাতালে রোগী নিয়ে আসা হারিস বলেন, ‘মুন্সীগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসছি। সকাল থেকে এখানে অবরোধ চলছে। কোনো ভ্যান বা রিকশাচালক কোথাও যেতে চাচ্ছেন না। গেলেও ডাবল ভাড়া হাঁকাচ্ছেন’।
শুক্রবার (৯ মে) বিকেল পৌনে পাঁচটা থেকে চলমান ‘শাহবাগ ব্লকেড কর্মসূচির’ দাবিগুলো হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে