Views Bangladesh

Views Bangladesh Logo

কোটা সংস্কার আন্দোলন

বগুড়ায় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণে আহত ৪

District  Correspondent

জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় ককটেল হামলায় কোটা আন্দোলনকারীদের মধ্যে চারজন আহত হন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে সাতমাথা-তিনমাথা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ৫০-৬০ জন শিক্ষার্থী। এর ২০ মিনিট পর সড়ক থেকে সরে যান তারা। পরে কলেজ ক্যাম্পাসে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন অবস্থান করছিলেন। সে সময় তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

ককটেল হামলায় আহতরা হলেন- বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মিলন শেখ, তাফসীর, মামুন ও সুমন। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে আহত মিলন শেখ জানান, তাদের ওপর কারা ককটেল নিক্ষেপ করে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে তাদের ধারণা, ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

তবে এ হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, সকালে জানা যায় আজিজুল হক কলেজ ক্যাম্পসে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে জামায়াত-শিবিরের লোকজন জড়ো হচ্ছেন। ওই সময় কলেজ ছাত্রলীগকে সেখানে অবস্থান নিতে বলা হয়। তারা সেখানে যাওয়ার আগেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বরং তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে থাকা লোকজনই ককটেল বিস্ফোরণ ঘটান।

এ ঘটনার পরপরই আজিজুল হক কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কলেজ ক্যাম্পাস ছাত্রলীগের দখলে রয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ২০০-৩০০ শিক্ষার্থী । তারা শজিমেক হাসপাতালের সামনে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেন। সেখানে তারা ৩০ মিনিট অবস্থান করেন। ওই সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ লোকজন। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। বর্তমানে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান করে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।

এ প্রসঙ্গে বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানান, মেডিকেল শিক্ষার্থীরা বর্তমানে কলেজ ক্যাম্পাসে অবস্থান করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ