Views Bangladesh Logo

গাজীপুরে সবজিবাহী পিকআপ খাদে পড়ে চালকসহ নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী একটি পিকআপ সড়কের পাশে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া না গেলেও পুলিশ জানিয়েছে, তাদের তিনজনের বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নরসিংদী থেকে শসা বোঝাই একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই চালকসহ ওই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, সবজিবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে তিনজন পানির নিচে আটকে পড়েন। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন চালক, অপরজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আলাউদ্দিন জানান, নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ