Views Bangladesh Logo

খুলনায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

আজ বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে শিববাটি ব্রিজের কাছে কয়রার দিক থেকে আসা মোটরসাইকেল ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তবে এখনও এই দুজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। অন্যদিকে, ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ