Views Bangladesh Logo

কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে ভূমি কর্মকর্তার মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উপসহকারী ভূমি কর্মকর্তা। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করে ফেরার পথে শুক্রবার (৩০ আগস্ট) রাতে লালমাই উপজেলার কাপাসতলায় এ দুর্ঘটনা ঘটে।

আনিসুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার টেরিয়াইলের উপসহকারী ভূমি কর্মকর্তা।

আনিসুর গ্রামের পক্ষ থেকে এবং চুয়েটের একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে ট্রাক্টরে করে শুক্রবার (৩০ আগস্ট) সকালে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিতে মনোহরগঞ্জে যান। সেখানে বড়কেশতলা ও লাল চাঁদপুর গ্রামে অন্তত দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দেন।

আহত ময়নাল হোসেন জানান, মনোহরগঞ্জ থেকে ফেরার পথে লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এলে আনিসুর রহমানদের ট্রাক্টরের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি উল্টে গেলে গুরুতর আহত হন ট্রাক্টরের থাকা পাঁচ জন। এর মধ্যে আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।

অপর আহত গোলাম রাব্বি জানান, নিহত আনিসুর রহমান একজন উপসহকারী ভূমি কর্মকর্তা। তিনি সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলে কর্মরত ছিলেন। বন্যার্তদের সহযোগিতার জন্য এলাকায় বারবার খোঁজখবর নিচ্ছিলেন। শুক্রবার ছুটির দিন থাকায় তিনি এসে এলাকার স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে মনোহরগঞ্জে যান। কিন্তু ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, মুমূর্ষু অবস্থায় আনিসকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ