সড়কের বেহাল অবস্থায় দুর্ঘটনার শঙ্কা হাতিরঝিলে
রাজধানীর হাতিরঝিলে তেজগাঁও-গুলশান লিংক রোডের ব্র্যাক নার্সারি থেকে পুলিশ প্লাজা পর্যন্ত বীরউত্তম মীর শওকত আলী সড়কের বেহাল অবস্থায় বড় দুর্ঘটনার শঙ্কায় যানচালক-যাত্রী ও পথচারীরা।
সরেজমিন কুনিপাড়ার পাশে এফডিসি মোড় থেকে হাতিরঝিলমুখী হাতিরঝিল ফুটওভারপাস থেকে নিকেতন ওভারপাস হয়ে হাতিরঝিল মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন পর্যন্ত সড়কটির অন্তত চারটি স্থানে এমন ছোট-বড় গর্ত এবং খানাখন্দ দেখা গেছে।
রাস্তাগুলোর দায়িত্বে থাকা রাজউকের হাতিরঝিল ব্যবস্থাপনা বোর্ডের কার্যালয়ও এই সড়কেই। ভবনটি সংলগ্ন সংযোগ সড়ক থেকে দক্ষিণে গেলে কোনাপাড়া হয়ে এফডিসি মোড়ে যাওয়া যায় এবং পূর্বে গেলে এম্ফিথিয়েটার হয়ে পুলিশ প্লাজা জেটি পড়ে।
দুর্ঘটনার শঙ্কায় নিয়েই চলছে বাস-ট্রাকসহ অন্যসব যানবাহন। ছবি: ভিউজ বাংলাদেশ
সুন্দর এই ব্যবস্থাপনা কার্যালয় থেকেও যাওয়া যায়, এমন সব রাস্তারও বেহাল অবস্থা। এ যেন ‘প্রদীপের নিচে অন্ধকার’। তবে কার্যালয়টির দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা কর্মকর্তা বসেন রাজউক ভবনে।
ব্যবস্থাপনা কর্মকর্তা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মোবাইল ফোনে জানান, তিনি দুই অফিসেই বসেন। অফিসের এত কাছে বেশকিছু স্পটেই রাস্তার এই বেহাল অবস্থা প্রসঙ্গে তিনি জানান, এবারের অতিবৃষ্টিতে এ অবস্থা আরও প্রকট হয়েছে।
ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ভিউজ বাংলাদেশকে বলেন, ‘শুধু এই অংশই নয়, লেকের দক্ষিণে হাতিরঝিল থানা থেকে বাংলামটরগামী অংশেরও কিছু জায়গায় সংস্কার দরকার। তালিকা করে এই রাস্তা মেরামতে অর্থ বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি।’ এটি অনুমোদন পেলেই রাস্তা সংস্কার হয়ে যাবে বলেও জানান তিনি।
এদিক দিয়ে নিয়মিত চলাচলকারী কাভার্ডভ্যানচালক জাহেদ মিয়া ভিউজ বাংলাদেশকে বলেন, ‘রাস্তার ওপরে গর্তটা এমন জায়গায় যে, দূর থেকে দেখা যায় না। যেহেতু এটি একটি মোড়, তাই গাড়ি ধীরে চালিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছি।’
একই দূরবস্থা নিকেতন ব্রিজ ওভারপাস অংশেও। রামপুরার বাসিন্দা বাইকচালক আকাশ হোসেন বলেন, ‘অনেকেই এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে শুনেছি। এটা এমন এক জায়গায়, ওভারপাস থেকে নামতে গিয়ে বাইকাররা অনেক সময় বাঁপাশে থাকা এসব গর্ত খেয়াল করেন না।’
সড়কের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এমন ছোট-বড় গর্ত ও খানাখন্দ। ছবি: ভিউজ বাংলাদেশ
‘হঠাৎ সামনে চলে এলে ব্যালেন্স ঠিক করতে করতেই দুর্ঘটনার শিকার হতে হয়’- বলেন তিনি। হাতিরঝিল থানা পুলিশ জানায়, শনিবার (২ নভেম্বর) বিকেল পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর তাদের কাছে আসেনি।
স্থানীয়রা জানান, এখানে অনেক ছোটখাটো দূর্ঘটনা ঘটে। কিন্তু, সব খবর পুলিশের কাছে যায় না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে