সাভারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২৫ ভরি লুট
সাভারের আশুলিয়ায় স্ত্রীর সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এক দল ডাকাত। এ সময় ডাকাতরা তার কাছে থাকা প্রায় ২৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ায় নয়ারহাট বাজার স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম দিলীপ দাস (৪৭)। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর এলাকার দয়াল চন্দ্র দাসের ছেলে এবং আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকার দিলীপ স্বর্ণালয়ের মালিক।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, চারজন সশস্ত্র ব্যক্তি একটি সাদা গাড়িতে করে এসে আতঙ্ক সৃষ্টির জন্য বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় স্বর্ণ ব্যবসায়ী দিলীপ তার নিজের দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা দিলীপকে একাধিকবার ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয়। সেই সময় তার সঙ্গে স্ত্রী ছিলেন।
পালিয়ে যাওয়ার আগে দুর্বৃত্তরা আরও কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং তারা গাড়িতে করে পালিয়ে যায়। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দিলীপকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দিলীপের স্ত্রী সরস্বতী দাস বলেন, ‘সশস্ত্র ব্যক্তিরা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে এবং আমার সামনেই তার ব্যাগ থেকে ২০ থেকে ২৫ ভরি সোনা লুট করে নিয়ে যায়।’
এ বিষয়ে এনাম হাসপাতালের একটি সূত্র জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দিলীপের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দিলীপ যখন তালা বন্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন, তখন চারজন লোক পিছন থেকে তাকে আঘাত করে। পরে তিনি সামনে ঘুরলে আবারও তাকে আঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা দিলীপের সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফুটেজে ধোঁয়া দেখা গেছে, সম্ভবত তারা পালিয়ে যাওয়ার সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়।
তিনি আরও বলেন, ডিবিসহ আমরা, ঢাকা জেলা পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে কাজ করছি, অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে