Views Bangladesh Logo

গুলশানে দুজনকে কুপিয়ে দেড় কোটি টাকা ছিনতাই

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গুলশানের সিটি মনিটারি এক্সচেঞ্জের মালিক ও তার শ্যালককে কুপিয়ে বিদেশি মুদ্রাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আহত আ. কাদের শিকদার (৩৫) এবং তার শ্যালক আমির হামজা (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে গুলশান-২ ডিসিসি মার্কেটের পাশের বরুণ বর্মণ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

কাদেরের ছোট ভাই মিন্টু শিকদার জানান, ব্যবসা বন্ধ করে আমিরের সঙ্গে মোটরসাইকেলে গুলশান-১ নম্বরের বাড়িতে ফিরছিলেন কাদের। ১৫ থেকে ২০ জন ছিনতাইকারী তাদের আটকে রড ও ইট দিয়ে আঘাত এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের আহত করে। পরে তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের হাসপাতালে ভর্তি করে ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মিন্টু শিকদার অভিযোগ করেন, চার মাস আগে তার বড় ভাইকে অপহরণ করে ৭৯ লাখ টাকা নিয়ে যান ‘পেশাদার অপরাধী’ ইয়াসিন শিকদার ও তার সহযোগীরা।

কাদের সে সময় ইয়াসিনের বিরুদ্ধে মামলা করায় তাকে কারাগারে যেতে হয়েছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলেন ইয়াসিন।

মিন্টুর সন্দেহ, ইয়াসিন তার সহযোগীদের মাধ্যমে এ হামলা চালিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ