Views Bangladesh Logo

ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রবিনহো ধর্ষণ মামলায় গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহোকে তার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের দায়ে ৪০ বছর বয়সী রবিনহোকে সান্তোসে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে ইতালির মিলান শহর একটি নাইট ক্লাবে জন্মদিন পালন করছিলেন আলবেনিয়ান এক তরুণী। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। এতে যুক্ত ছিলেন রবিনহো ও তার বন্ধু রিকার্ডো ফ্যালকো। ছয়জন ধর্ষণে অভিযুক্ত ছিলেন।

এ মামলায় ২০১৭ সালে রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দেন ইতালির একটি আদালত। তখন শাস্তি এড়াতে ইতালিতে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ২০২০ সালে ব্রাজিল থেকে আপিল করেন। গত বুধবার সে রায় বহাল রাখেন ব্রাজিলের একটি আদালত।

রায়ে বলা হয়েছে, রবিনহোর সাজার মেয়াদ শুরু করতে হবে। রায়ের সময় উপস্থিত ছিলেন তার আইনজীবী জোসে আলকমিন। তারা আপিল করবেন বলে জানিয়েছেন।ম্যানচেস্টার সিটিতে খেলা তারকা রবিনহো সংবাদমাধ্যমে দাবি করেছেন, নারীর সম্মতিতে তারা সম্পর্কে জড়ান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ