Views Bangladesh Logo

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

ক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইলিয়াস (৪৩) নামের এক হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৩ মে) ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি ওই রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে প্রবেশ করে অজ্ঞাতনামা ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী। এ সময় তারা ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডি ক্যাফ অফিসের পেছনে নিয়ে তাকে গুলি করে হত্যা করেন সন্ত্রাসীরা। এ ঘটনার পর উখিয়া থানার উপ-পরিদর্শক অরুপ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ