সোশ্যাল মিডিয়ায় ১ বিলিয়ন ফলোয়ার, রোনালদোর বিশ্বরেকর্ড
ফুটবল দুনিয়ার সুপারস্টার পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো সোশ্যাল মিডিয়ায় এক অনন্য রেকর্ড গড়েছেন। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়ায় তার ১ বিলিয়ন বা ১০০ কোটি ফলোয়ার ছাড়িয়েছে।
এ সুসংবাদ নিজেই দিয়েছেন রোনালদো। ইংরেজিতে এক বিলিয়ন লেখা একটি ছবিতে তিনি নিজের ক্যারিয়ারের স্মরণীয় কিছু মুহূর্তের ছবি যুক্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যার শিরোনাম- ‘১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা’।
রোনালদো লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি করেছি। ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি। এটি আমাদের আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং আরও অনেক কিছুর প্রমাণ।’
রোনালদো বর্তমানে সোশ্যাল মিডিয়ার ছয়টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৯০ লাখ, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। এছাড়া ফেসবুকে ১৭ কোটি ৫ লাখ, এক্সে ১১ কোটি ৩০ লাখ এবং ইউটিউবে তার সাবস্ক্রাইবার ৬ কোটি ৬ লাখ। এছাড়া চীনের মালিকানাধীন কোয়াইশুতে তার ফলোয়ার ৯৪ লাখ আর ওয়েইবোতে ৭৫ লাখ।
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সিআর সেভেন লেখেন, ‘সেরাটা আসতে এখনো বাকি। আমরা একসঙ্গে এগিয়ে যাব, জিতব এবং ইতিহাস সৃষ্টি করতে থাকব।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে