Views Bangladesh Logo

রোনালদোর টানা দ্বিতীয় হ্যাটট্রিক

 VB  Desk

ভিবি ডেস্ক

মাত্র চারদিনের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আল আভার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এ পর্তুগিজ মহাতারকা। পেশাদার ফুটবলে এটা রোনালদোর ৬৫তম হ্যাটট্রিক।

রোনালদোর আগের হ্যাটট্রিকটি এসেছিল ঠিক আগের ম্যাচে আল-তাইয়ির বিপক্ষে। মঙ্গলবার রাতে সিআরসেভেন সৌদি প্রো-লিগে আল আভার বিপক্ষে হ্যাটট্রিক পূরণ করেছেন বিরতির আগেই ( ১১, ২১ ও ৪২তম মিনিটে)।

শুধু হ্যাটট্রিক নয়, এ ম্যাচে দুটি অ্যাসিস্টও করেছেন ৫ বারের ব্যালন ডি’অর বিজয়ী এই সুপারস্টার। তার দল জিতেছে ৮-০ গোলের ব্যবধানে।

রোনালদোর প্রথম দুটি গোলই আসে ফি-কিক থেকে। শেষের গোলটি আসে ডি-বক্সের বাইরে থেকে চিপ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে। এবারের মৌসুমে এখন পর্যন্ত রোনালদো ২৪ ম্যাচে ২৯ গোলের পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট। তিনি এবারের সৌদি প্রো-লিগের সর্বোচ্চ গোলদাতা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ