Views Bangladesh

Views Bangladesh Logo

৭৩ মিলিয়ন ডলারের নতুন প্রাইভেট জেট উন্মোচন করলেন রোনালদো

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো তার আপগ্রেড করা প্রাইভেট জেট উন্মোচন করেছেন, যার মূল্য প্রায় ৭৩ মিলিয়ন ডলার। গালফস্ট্রিম জি৬৫০ জেটটি বিশ্বের অন্যতম দ্রুততম জেটগুলোর মধ্যে একটি, যার গতি ও পরিসীমা অত্যন্ত উন্নত, ৭৫০০ নটিক্যাল মাইল পর্যন্ত।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, এই আধুনিক জেটটির কেবিনে তিনটি আলাদা বসবাসের যায়গা রয়েছে এবং এটি ১৯ জন যাত্রী ধারণ করতে সক্ষম। পর্তুগালের এই তারকার জেটটি তার নিজস্ব ছাপ দিয়ে সাজানো, যার মেটালিক শরীরে তার ইনিশিয়াল ‘CR7’ এবং তার বিশ্বখ্যাত উদ্যাপনের ভঙ্গি দিয়ে একটি চিত্র রয়েছে।

দ্য সান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রোনালদো আগে গালফস্ট্রিম জি২০০ জেটের মালিক ছিলেন, তিনি সেটা বিক্রি করে গালফস্ট্রিম জি৬৫০ জেটটি কিনেছেন।

বর্তমানে সৌদি ফুটবল ক্লাব আল নাসর-এর হয়ে খেলা রোনালদো ২০২৪ সালে ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রয়েছেন, যেখানে তার মোট আয় ২৬০ মিলিয়ন ডলার, যার মধ্যে ২০০ মিলিয়ন ডলার আল নাসরে তার বেতন এবং ৬০ মিলিয়ন ডলার তার ব্র্যান্ড থেকে এসেছে। যার মধ্যে পোশাক, এক্সেসরিজ, হোটেল এবং জিমের মতো ব্যবসা অন্তর্ভুক্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ