Views Bangladesh

Views Bangladesh Logo

কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রুট

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৯ অক্টোবর ২০২৪

মুলতান টেস্টের প্রথম ইনিংসে অনন্য এক কীর্তি গড়লেন ইংলিশ ব্যাটার জো রুট। রেকর্ড গড়ার দিনে জো রুট ছাড়িয়ে গেছেন আরেক স্বদেশী কিংবদন্তি অ্যালিস্টার কুককে। ইংল্যান্ডের হয়ে টেস্টে রান ‍সংগ্রাহকের তালিকায় জো রুট এখন সবার শীর্ষে। হয়েছেন সর্বকালের সেরা পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহকও।

বুধবার ৯ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অ্যালিস্টার কুকের রেকর্ড ভেঙ্গে নতুন এই রেকর্ড গড়েন জো রুট।

ইনিংসের ৪২তম ওভারে পাকিস্তানি পেসার আমির জামালের শেষ বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে কুকের ১৬১ টেস্টে ২৯১ ইনিংসে করা ১২,৪৭২ রানকে ছাড়িয়ে যান রুট।

রুট ইতিমধ্যেই কুকের করা ৩৩ সেঞ্চুরি টপকে ৩৪ সেঞ্চুরি করে ফেলেছেন। এবার কুকের টেস্ট রানকেও টপকে গেলেন এই ব্যাটার।

টেস্ট ইতিহাসের শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় ১৫,৯২১ রান নিয়ে প্রথম স্থানে আছেন ভারতের শচীন টেন্ডুলকার, ১৩,৩৭৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ভারতের রাহুল দ্রাবিড় যথাক্রমে ১৩,২৮৯ ও ১৩,২৮৮ রান নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে। আর পাঁচ নম্বরে অবস্থার করছেন জো রুট।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ