সৌদি যুবরাজের সঙ্গে গাজা চুক্তি নিয়ে বৈঠক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকা গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য আরব দেশে পুনর্বাসন এবং ছিটমহলটি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয়ার প্রস্তাব দিয়ে আরব বিশ্বকে ক্ষুব্ধ করার পর মধ্যপ্রাচ্য সফর করছেন রুবিও। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনের শুরুতে ইসরায়েল থেকে সৌদি আরবে পৌঁছেছেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী গাজার জন্য এমন ব্যবস্থার গুরুত্বে জোর দিয়েছেন, যা আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখে।
গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির প্রতি নিজ দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এবং সিরিয়া, লেবানন ও লোহিত সাগর নিয়েও আলোচনা করেছেন রুবিও।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন যুবরাজ সালমান।
শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে এই অঞ্চলে রুবিওর প্রথম সফরটি মার্কিন কর্মকর্তাদের সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রত্যাশিত বৈঠকের আগে চলছে। সফরে ইউক্রেন যুদ্ধের অবসান এবং রাশিয়া-মার্কিন বৃহত্তর সম্পর্ক পুনরুদ্ধারেও আলোকপাত করা হবে।
উভয় পক্ষের বিবৃতিতে অবশ্য ইউক্রেন সম্পর্কে আলোচনার কথা উল্লেখ করা হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে