Views Bangladesh

Views Bangladesh Logo

দুই দেশের বাধায় পাস হলো না গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৩ মার্চ ২০২৪

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হলো না গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবটি।

শুক্রবার (২২ মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১১টি দেশ। তবে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চীন ও আলজেরিয়া। আর ভোটদানে বিরত থাকে গায়না।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোলা এ প্রস্তাবটি পাশের জন্য প্রয়োজন ছিল নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে কমপক্ষে নয়টি সদস্য দেশের সমর্থন বা পক্ষে ভোট। আর এই ৯টি দেশের মধ্যে স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনের কোনো ভেটো থাকা যাবে না।

রাশিয়া ও চীন ভেটো দেওয়ার  পর এ নিয়ে কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা। তিনি বলেছেন, এই প্রস্তাব হলো যুক্তরাষ্ট্রের একটি ভণ্ডামি। যেখানে গাজায় প্রথমদিকে ইসরায়েলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি। সেখানে তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন “গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা আমরা এখানে একটি পুরোনো ভণ্ডামির প্রদর্শনী দেখেছি।”

অপরদিকে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা-থমাস গ্রিনফিল্ড বলেছেন, “রাশিয়া ও চীন প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি কারণ তারা চায় যুক্তরাষ্ট্র যে কোনোভাবে হারুক। আরেকবার রাশিয়া প্রগতির সামনে রাজনীতিকে নিয়ে এসেছে।”

এর আগে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবে বলা হয়েছিল, তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়। যেটির মাধ্যমে যুদ্ধ বন্ধ হবে এবং সব ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা হবে। একই সঙ্গে গাজায় জীবন বাঁচানো বিপুল ত্রাণ পৌঁছানো হবে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত ও নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৬০ জন নিহত হন এবং হামাসের হাতে জিম্মি হন প্রায় ২৫০ জন মানুষ। জিম্মিদের মধ্যে ১৩০ জন এখনো গাজায় আছেন এবং ৩৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আর এ ঘটনার পর থেকে হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজায় প্রায় ছয় মাস ধরে সর্বাত্মক ও নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩১ হাজার ৮১৯ জন ফিলিস্তিনি। নিহতের মধ্যে ১৩ হাজার শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বাকিদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ