Views Bangladesh

Views Bangladesh Logo

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামানো ভারতীয়দের ছেড়ে দেবে রাশিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১০ জুলাই ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দিতে সম্মত হয়েছে রাশিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৮ জুলাই) মস্কো যান মোদী। সেখানে পুতিনের সঙ্গে এক নৈশভোজে মোদী ইউক্রেইনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধরত ভারতীয়দের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন বলে জানা গেছে।

এনডিটিভি জানায়, ইউক্রেইনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত দুইজন ভারতীয় নিহত হন। আরও বহু ভারতীয় ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে আছেন। তাদের দাবি, ‘প্রতারণার মাধ্যমে’ তাদের রাশিয়া নিয়ে যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে মোদীর সম্মানে পুতিনের দেওয়া এক নৈশভোজে বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন ভারতীয় প্রধানমন্ত্রী। এরপর তাদের বাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মত হয় রাশিয়া।

প্রায় দুই ডজন ভারতীয় ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের নিয়ে যাওয়ার পর যুদ্ধে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ