Views Bangladesh Logo

ইউক্রেনের ৩৯টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাশিয়া দাবি করে বলেছে, তারা ইউক্রেনের ৩৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভ মূলত বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে হামলা চালাতে এসব ড্রোন ব্যবহার করে থাকে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (২৯ জুলাই) টেলিগ্রামে জানায়, এন্টি-এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কুরস্ক অঞ্চলে ১৯টি, বেলগোরোদের আকাশে ৯টি, ভোরোনেজে ৩টি ও ব্রায়ানস্কের আকাশে ৫টি ড্রোন ধ্বংস করেছে। এসব অঞ্চলের সবগুলোই ইউক্রেন সীমান্তে অবস্থিত। খবর এএফপি।


তারা আরো জানায়, সেন্ট পিটার্সবার্গের কাছে উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে ‘সন্ত্রাসী হামলার চেষ্টা’ চালানো আরও ৩টি ড্রোন ধ্বংস করেছে।

উল্লেখ্য, ইউক্রেন রাশিয়ার জ্বালানি ডিপো, শোধনাগার ও জ্বালানি সুবিধাগুলো লক্ষ্য করে প্রায় ড্রোন হামলা চালিয়ে থাকে, বিশেষ করে সীমান্ত অঞ্চলে।

এদিকে রাশিয়াও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যাপক হামলা চালানোয় সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে তীব্র বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ