বিনামূল্যে বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার দেবে রাশিয়া
রাশিয়া বাংলাদেশকে সম্পূর্ণ বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন পটাশ সার সরবরাহ করবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় সরবরাহ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অ্যামোনিয়া ও নাইট্রোজেন সার উৎপাদনকারী কোম্পানি উরালকেম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমিত্রি কনিয়ায়েভ এই বিষয়ে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়কে একটি চিঠিতে অবহিত করেছেন।
বুধবার ঢাকায় রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা আনুষ্ঠানিকভাবে এই চিঠি কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
এর আগে, ২৯ আগস্ট কৃষি উপদেষ্টার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিৎসকি প্রথমবারের মতো সার সরবরাহের বিষয়টি উল্লেখ করেন।
প্রসঙ্গত, বাংলাদেশে গম এবং সারের অন্যতম প্রধান সরবরাহকারী দেশ রাশিয়া।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে