Views Bangladesh

Views Bangladesh Logo

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ১৬ মার্চ ২০২৪

ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭৫ জন।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ও আল-জাজিরা ।

সিএনএন জানায়, শুক্রবার সকালে ওডেসায় দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। তাদের ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতদের উদ্ধারে ইউক্রেনের জরুরি পরিষেবার কর্মীরা যখন ছুটে আসেন তখন আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ধরণের আক্রমণ ‘ডাবল ট্যাপ’ নামে পরিচিত।

সংবাদমাধ্যটি বলছে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ওডেসায় এটিই সবচেয়ে মারাত্মক হামলা।

এ বিসয়ে ওডেসা রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র মেরিনা আভেরিনা সিএনএনকে বলেন, ‘ওডেসা অঞ্চলে এই প্রথম পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনা ঘটেছে।"

তিনি আরও বলেন, ‘প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে। এ সময় তারা ধ্বংসস্তূপ থেকে ক্ষতিগ্রস্থদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। সেই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল।’

মেরিনা আভেরিনা বলেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলায় আট উদ্ধারকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক অগ্নিনির্বাপক কর্মী রয়েছেন, যিনি ওডেসার একটি ফায়ার স্টেশনে কাজ করতেন বলেও জানান তিনি।

এই হামলাকে ‘কাপুরুষতার ঘৃণ্য কাজ’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনী অবশ্যই রাশিয়ান খুনিদের ন্যায্য প্রতিক্রিয়া জানাতে সবকিছু করবে।’

জেলেনস্কি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ