Views Bangladesh Logo

চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

উক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে আটক করা হয়েছে। ঘুষ নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ তদন্ত সংস্থা। বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ব্যাপারে মঙ্গলবার তদন্ত কমিটি জানায়, তৈমুর ইভানভকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে উপ-প্রতিরক্ষামন্ত্রী কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেই ব্যাপারে কিছু জানায়নি তদন্ত কমিটি।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ অনুচ্ছেদের ষষ্ঠ অংশের অধীনে তৈমুর ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেয়ার পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায়।

এই ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভের বিরুদ্ধে ‘রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণের সময় দুর্নীতির পরিকল্পনায়’ অংশ নেয়ার অভিযোগ করেছিল দুর্নীতিবিরোধী অ্যান্টি-করাপশন ফাউন্ডেশন (এসিএফ)। এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনি।

এতে আরও বলা হয়, ইউক্রেনের বন্দর শহর মারিয়ুপলে নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন ইভানভ। যার বেশিরভাগই ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময় রাশিয়ার চলা বোমা হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ পান ৪৭ বছর বয়সী তৈমুর ইভানভ। এরপর থেকে দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন তিনি।

উল্লেখ্য, এর আগে মস্কো অঞ্চলের উপ-প্রধানমন্ত্রী ছিলেন তৈমুর ইভানভ। যেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। শোইগুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ