মস্কোর কাছে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত
মস্কোর কাছে এক গাড়িবোমা হামলায় রাশিয়ার একজন জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন। তদন্তকারীরা এ ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন।
নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক। তিনি রুশ জেনারেল স্টাফের প্রধান অপারেশন পরিচালক বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার জন্য ইউক্রেন এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, গত কয়েক বছরে রুশ সামরিক ও ক্রেমলিনপন্থি ব্যক্তিদের যেসব হাইপ্রোফাইল হত্যাকাণ্ড হয়েছে, এটি তার সঙ্গেই সাদৃশ্যপূর্ণ। রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইউক্রেন অতীতে এমন ব্যক্তিদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করে এসেছে।
রাশিয়ার তদন্ত কমিটি নিশ্চিত করেছে যে, মস্কোর পূর্বাঞ্চলের বালাশিখা এলাকায় একটি আবাসিক ভবনের সামনে একটি ভলক্সওয়াগেন গল্ফ গাড়িতে বিস্ফোরণ ঘটে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা, ‘একটি সন্ত্রাসী হামলায় আমরা আমাদের একজন সামরিক নেতাকে হারিয়েছি।’
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের প্রবেশমুখের কাছে জেনারেলের মরদেহ পড়ে আছে এবং বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
পরে দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে