Views Bangladesh

Views Bangladesh Logo

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ বিদেশি দূতাবাস ক্ষতিগ্রস্ত, নিহত ১

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

উক্রেনের রাজধানী কিয়েভে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার সকালে কিয়েভে এই হামলা চালানো হয়। এ সময় একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেপে ওঠে শহরটি। সেই সঙ্গে শহরটির আকাশে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, শুক্রবার সকালে রাশিয়া কিয়েভে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, রাশিয়া হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্দার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, শত্রু বাহিনীর হামলায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন লেগে যায়। জরুরি বিভাগের কর্মীরা এসব এলাকায় কাজ করছেন।

অবশ্য হামলার আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছিল, উত্তর দিক থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে।

এ ছাড়ও ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনসহ আরও কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খেরসনে এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বাহিনী চলতি সপ্তাহে রোস্তভ অঞ্চলে ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত হেনেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ