Views Bangladesh Logo

রাশিয়ায় সহপাঠীকে গুলি করে হত্যা, পরে আত্মহনন স্কুলছাত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

রাশিয়ার ব্রাইনাস্ক শহরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী আগ্নেয়াস্ত্র দিয়ে তার এক সহপাঠীকে গুলি করে হত্যা করেছে। এ ছাড়া গুলিবর্ষণে আরও পাঁচজন আহত হয়। ঘটনার পর ওই স্কুলছাত্রী গুলিতে আত্মহত্যা করে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ব্রাইনাস্কের একটি স্কুলে এ ঘটনা ঘটে। 

রাশিয়ার তদন্তদল এক বিবৃতিতে জানায়, 'প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যে জানা গেছে, মেয়েটি একটি শটগান আনে স্কুলে। তার সহপাঠীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে।' ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, বলা হয় বিবৃতিতে।

আঞ্চলিক গভর্নর আলেক্সান্দার বোগোমাজ এ ঘটনাকে 'ভয়ংকর রকমের ট্র্যাজেডি' বলে অভিহিত করেছেন। পাঁচজন আহত হয়েছেন যেখানে শিশুরাও রয়েছে।

রাশিয়া আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বেশ কঠোর। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যেসব স্থানে আন্তঃসীমান্ত যুদ্ধ হয়েছে, তার মধ্যে দক্ষিণাংশের কয়েকটি অঞ্চলের একটি ব্রাইনাস্ক। সেখানে আত্মরক্ষারার্থে প্রয়োজনীয় জিনিস রাখতে উদ্বুদ্ধ করেছে মস্কো। সম্প্রতি দেশটিতে স্কুলে বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ