Views Bangladesh

Views Bangladesh Logo

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৮

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

উক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। সোমবারের এ হামলায় কিয়েভের একটি শিশু হাসপাতালেরও আংশিক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কর্মকর্তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, সোমবার সকালের দিকে ইউক্রেনের জনবহুল শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। এতে কমপক্ষে ৩৮ জন নিহত এবং ১৯০ জন আহত হয়।

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশাপাশি ডিনিপ্রো, ক্রিভি রিহ, স্লোভিয়ানস্ক, ক্রামতোর্স্কতে ডিনিপ্রো, ক্রিভি রিহ, স্লোভিয়ানস্ক এবং ক্রামতোর্স্কে ব্যাপক বোমা হামলা চালানো হয়। এ ঘটনার পর মঙ্গলবার পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়।

কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় ধ্বংসস্তূপের নিচে একটি ছেলের মরদেহ পাওয়ার পর এক আপডেট রিপোর্টে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানায়, মারা যাওয়া বেসামরিক নাগরিকদের মধ্যে কিয়েভে মৃতের সংখ্যা চার শিশুসহ ২৮ জন। এ ছাড়াও কিয়েভের ওখমাদিত হাসপাতালে রুশ হামলায় দুজন নিহত এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।

জরুরি পরিষেবা বলেছে, ক্ষেপনাস্ত্র হামলায় ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে এই শিশু হাসপাতালটির দুটি ফ্লোর ধসে পড়ে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্মের বরাত দিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেছেন, হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিট, অনকোলজি বিভাগ এবং সার্জারি ইউনিটগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর ৬০০ জনেরও বেশি রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে। ১০০ জনেরও বেশি রোগীকে অন্যান্য স্বাস্থ্যসেবায় স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে কিয়েভের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে জানিয়েছে, সোমবার রাশিয়ার চালানো হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন চিকিৎসা কেন্দ্রের সদস্য এবং দুজন রোগী ছিলেন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি,দূরপাল্লার ও উচ্চ ক্ষমতার অস্ত্র ব্যবহার করে ‘ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর বিমান ঘাঁটি’তে আঘাত হানে মস্কো।

এই হামলাকে ‘রাশিয়ার বর্বরতার ভয়াবহ অনুস্মারক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।

তিনি আরও বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে বিশ্ব এই মুহূর্তে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং আমরা রুশ আগ্রাসনকে উপেক্ষা করবো না।’

এই হামলার নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ‘রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়ানোর’ প্রতিশ্রুতি দেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ