Views Bangladesh Logo

একুশে পদক গ্রহণ করবেন সাবিনা ও মারিয়া মান্দা

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল। শিরোপাজয়ী দলের ফাইনালে খেলা ১১ খেলোয়াড়কে পুরস্কার দিতে চেয়েছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ২৩ খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলে ৩২ জনের নাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। অবশেষে বিষয়টি মিটমাট হয়েছে। প্রধান উপদেষ্টার কাছ থেকে মঞ্চে একুশে পদক গ্রহণ করবেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দা।

বাফুফে সূত্রে বিষয়টি জানা গেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মালেক স্বাক্ষরিত প্রজ্ঞাপণে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ চিঠিতে দলের পক্ষে প্রধান উপদেষ্টার কাছ থেকে পদক গ্রহণের জন্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪-এর দলনেতার নাম ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টিও বলা হয়েছে। মঞ্চে উঠতে না পারলেও সাফজয়ী অন্য সদস্যরা আমন্ত্রিত একুশে পদক গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত।

২০২২ সালে স্বাগতিক নেপালকে প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জেতে বাংলাদেশ। এরপর ২০২৪ সালে নেপালকে হারিয়েই চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। এই দুই আসরেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। মারিয়া মান্দাও সাফ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ