Views Bangladesh Logo

ভুটান লিগে এক ম্যাচে ২৮ গোল দিলেন সাবিনারা

ভুটান নারী ফুটবল লিগে অবিশ্বাস্য ম্যাচ উপহার দিলেন সাবিনা খাতুনরা। এক ম্যাচে ২৮ গোল করলেন তারা।

বৃহস্পতিবারের (১৫ মে) এই গোল উৎসবের ম্যাচে সাবিনাদের ক্লাব পারো এফসি ২৮-০ গোলে উড়িয়ে দেয় ক্লাব সামস্তেকে। পারো এফসির হয়ে বাংলাদেশের চার ফুটবলার- সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুসিমা ও ঋতুপর্ণা চাকমা মিলে করেন ২৫টি গোল। বাকি তিনটি করেন ভুটানের সোনম চকি ও সোনম টিসমো।

বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেন নয় গোল। ট্রিপল হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কারটিও জিতে নেন তিনি। এছাড়া মনিকা চাকমা সাতটি, সুমাইয়া পাঁচটি ও ঋতুপর্ণা চাকমা চারটি গোল করেন।

খেলার প্রথমার্ধে সাবিনাদের ক্লাব ১০-০ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধে আরো ১৮ গোল করেন তারা।

সাবিনা-ঋতুপর্ণাদের প্রতিপক্ষ সামস্তে কোনো গোলই শোধ দিতে পারেনি।

ভুটান নারী ফুটবল লিগের তিনটি ক্লাবে খেলছেন বাংলাদেশের ১০ ফুটবলার। অন্য ছয়জনের মধ্যে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলছেন রুপনা ও মাসুরা এবং থিম্পু এফসিতে আছেন সানজিদা খাতুন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ