Views Bangladesh Logo

একুশে বই মেলা

১০০ বইয়ের প্রচ্ছদশিল্পী হিসেবে সম্মাননা পেলেন সাফাক হোসেন

বার বই মেলায় ১০০তম বইয়ের প্রচ্ছদশিল্পী হিসেবে সম্মাননা পেলেন এম সাফাক হোসেন। অন্যবারের মেতো এবারও ‘পালক পাবলিশার্স’ বই মেলার শেষ দিনে তরুণ লেখক ও সংশ্লিষ্টদের উৎসাহিত করার জন্য সম্মাননা প্রদান করেছে। এবারই প্রথম বারের মতন প্রচ্ছদ ও অঙ্কনের জন্য সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রদান করেন পানি সম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ ও প্রফেসর ইমেরাটাস ডা. আইনুন নিশাত।

গত ১৪ বছর যাবত এম. সাফাক হোসেন বই মেলার নতুন বই প্রচ্ছদ করার সাথে জড়িত ছিলেন। ২০২৫ পর্যন্ত বইমেলা উপলক্ষে তিনি মোট ১০৪টি বইয়ের প্রচ্ছদ করেছেন।

তিনি কর্মজীবনে একজন একাডেমিশান, প্রাইভেট ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে শিক্ষকতা করছেন, তাছাড়া তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় কলাম লিখে থাকেন।

তরুণ প্রজন্ম ও আর্টিস্টদের উৎসাহিত করার এই উদ্যোগ গ্রহণ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন পালকপাবলিশার্স’র কর্ণধর ফরকান আহমেদ। গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে তার পাবলিকেশন হাউস প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মুদ্রণ ও প্রায় পাঁচ হাজারের মতন লেখকদের নতুন বই প্রকাশিত করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ