Views Bangladesh Logo

মারা গেলেন সাফ জয়ী ফুটবলার রাজিয়া সুলতানা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে স্ট্রোক করে মারা গেছেন অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানা (২০)। তিনি ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোর ৪টা দিকে তার মৃত্যু হয়।

ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যুতে ব্যথিত তার সতীর্থ ফুটবলার ও ফুটবলসংশ্লিষ্টরা।

দীর্ঘদিন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটন বলেন, ‘২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে রাজিয়া খেলেছিল। পরের বছর সাফ অ-১৮ ভুটানের চ্যাম্পিয়ন দলেও ছিল। সিনিয়র দলে ক্যাম্পও করেছে কিছুদিন। পারফরম্যান্স অবনতির জন্য ২০১৯ সালের দিকে ক্যাম্প থেকে বাদ পড়ে।’

জাতীয় দলের নিয়মিত মুখ সানজিদা আক্তার বলেন, ‘মূলত আমাদের ক্যারিয়ার একই সময়েই শুরু। ক্যাম্প থেকে বাদ পড়ার পর ও লিগ খেলেছে এবং পরবর্তীতে বিয়ে করেছে। বাচ্চা হওয়ার মুহূর্তে ও মারা গেছে শুনে খুবই খারাপ লাগছে। আমরা একজন বন্ধু হারালাম।’

জানা গেছে, ২০০১ সালের ২৫ জানুয়ারি জন্ম নেওয়া রাজিয়া অনূর্ধ্ব-১৮ ছাড়াও অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলেও খেলেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ