শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শহীদ জিয়া স্মৃতি সংসদ তাদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে সোমবার (৫ মে) সংগঠনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় এবং দোয়া মাহফিলের আয়োজন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী জয়নাল আবেদিন কচি।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহিউদ্দিন আহমেদ জিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল।
আলোচনা সভা পরিচালনা করেন সদস্যসচিব আবদুর রহিম মাঝি।
শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকা মহানগর থানার বিভিন্ন ইউনিটের বিএনপি সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনার পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও নিরাপদে ফিরে আসার প্রার্থনা করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে