সাইফ আলি খানের ওপর হামলা: অভিযুক্তদের দিয়ে অপরাধের দৃশ্য পুনঃনির্মাণ করতে পারে মুম্বাই পুলিশ
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত মামলায় প্রধান আসামি শরিফুলকে মুম্বাইয়ের বান্দ্রার সেই অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে অপরাধের দৃশ্য পুনঃনির্মাণ করা হতে পারে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের এক কর্মকর্তা।
রোববার এক সংবাদে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া ।
গতকাল সকালে থানের সংলগ্ন একটি শহর থেকে অভিযুক্ত বাংলাদেশি শরিফুলকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলার পর আদালত শরিফুল ইসলাম শেহজাদ মোহাম্মদ রোহিলা আমিন ফকিরকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার আদেশ দেন।
এই সময়ের মধ্যে, হামলার ঘটনাকে ঘিরে চারপাশের পরিস্থিতি বিস্তারিতভাবে তদন্ত করার জন্য শরিফুলকে সাটগুরু শরণ বিল্ডিংয়ে সাইফ আলি খানের অ্যাপার্টমেন্টে নিয়ে গিয়ে ঘটনাগুলোর ক্রম পুনঃনির্মাণ করার পরিকল্পনা করেছে পুলিশ ।
শরিফুল এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ১৬ জানুয়ারি ভোরে তিনি চুরি করার উদ্দেশ্যে বলিউড তারকা সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছিলেন। প্রাথমিক তদন্ত অনুযায়ী, তিনি বিল্ডিংটির সপ্তম-অষ্টম তলায় ওঠেন, যেখানে সাইফ আলি খান, তার স্ত্রী কারিনা কাপূর এবং তাদের পরিবার গৃহকর্মী সহ বসবাস করেন।
একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, "সে বাড়ির নালা পথ দিয়ে প্রবেশ করে একটি পাইপ ব্যবহার করে ১২ তলায় উঠে এবং পরবর্তীতে একটি বাথরুমের জানালা দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করতে সক্ষম হয়।" এর পরেই সাইফ আলি খান এর গৃহকর্মীরা তাকে দেখতে পায়, যার ফলে এই সহিংস ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
৫৪ বছর বয়সী অভিনেতা সাইফ আলি খানকে একাধিকবার ছুরিকাঘাত করা হয় এবং তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পাঁচ ঘণ্টাব্যাপী একটি অস্ত্রোপচার করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে