ভূপালে ১৫ হাজার কোটি টাকার পৈত্রিক সম্পত্তি হারানোর ঝুঁকিতে সাইফ আলি খানের পরিবার
ভারতের ভূপালে পৈত্রিক সম্পত্তি হারানোর ঝুঁকিতে পড়েছেন বলিউড তারকা সাইফ আলি খান ও তার পরিবার। ‘শত্রু সম্পত্তি আইনে’ মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়ে এসব সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।
একসময়কার নবাব হামিদুল্লাহ খানের এসব সম্পত্তির আনুমানিক মূল্য ১৫ হাজার কোটি টাকা, যেগুলোর মধ্যে রয়েছে সাইফের শৈশবের বাড়ি ফ্ল্যাগ স্টাফ হাউস, নূর-উস-সাবাহ প্যালেস ও দার-উস-সালামও।
বিচারপতি বিবেক আগরওয়ালের হাইকোর্ট বেঞ্চ গত ডিসেম্বরের রায়ে সম্পত্তিগুলোতে স্থগিতাদেশ দিয়েছেন। এতে শত্রু সম্পত্তি আইনে সম্ভাব্যভাবে সেগুলো অধিগ্রহণের অনুমতি পেয়েছে ভারত সরকার। ১৯৬৮ সালের আইনটি দেশভাগের পরে সরকারকে পাকিস্তানে চলে যাওয়া ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্তের অধিকার দেয়।
যদিও সাইফ আলি খানের পরিবারসহ পক্ষগুলোকে ৩০ দিনের মধ্যে প্রতিনিধিত্ব জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, তবে এটি করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
আইনি অস্পষ্টতায় এ বিষয়ে মন্তব্য করেনি ভূপালের স্থানীয় কর্তৃপক্ষ। কালেক্টর কৌশলেন্দ্র বিক্রম সিং বলেন, পরবর্তী যেকোনো পদক্ষেপ হাইকোর্টের আরও স্পষ্টতার ওপর নির্ভর করবে।
১৬ জানুয়ারি মুম্বাইয়ের বাড়িতে একজন অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হন সাইফ আলি খান। অস্ত্রোপচারসহ চিকিৎসা শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে